নয়াদিল্লি: বাবার মত দুই সন্তানও সেনাবাহিনীতে যোগ দিক, এমনই ইচ্ছাপ্রকাশ করলেন শহিদ হাংপান দাদার স্ত্রী।
গত বছর মে মাসে জম্মু ও কাশ্মীরের নওগামে জঙ্গি মোকাবিলা করতে গিয়ে মৃত্যু হয় এই সেনা হাভিলদারের। গতকাল, প্রজাতন্ত্র দিবসের দিন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে মরণোত্তর অশোক চক্র (শান্তির সময়ে প্রাপ্ত সর্বোচ্চ সামরিক সম্মান) গ্রহণ করেন হাংপানের স্ত্রী চাসেন লোয়াং। সম্মান নেওয়ার সময় নিজের আবেগকে কোনওমতে সামলে রাখেন।
তবে, পরে কান্নায় ভেঙে পড়েন তিনি। নিজেকে সামলে চাসেন নিজের ১০ বছরের মেয়ে ও ৭ বছরের ছেলেকে সেনাবাহিনীতে পাঠানোর ইচ্ছাপ্রকাশ করেন। বলেন, এটা বিরাট সম্মানের। আমি আমার স্বামীর জন্য গর্বিত। আমি একইসঙ্গে আনন্দিত এবং বিমর্ষও। আমি চাই আমার সন্তানরাও তাঁদের বাবার মত সাহসী হোক। আমাকেও ওদের জন্য সাহসী হতে হবে। আমাকে নিশ্চিত করতে হবে যাতে তাঁরা ভাল করে পড়াশোনা করে সেনায় যোগ দেয়।