প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান? যোগ দিন এই অনলাইন কুইজ প্রতিযোগিতায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 May 2016 12:50 PM (IST)
নয়াদিল্লি: ২০১৫-১৬ আর্থিক বছরে ট্যাক্স রিফান্ডস হিসেবে কত টাকা জমা পড়েছে? ১,২২,৩২৫ কোটি, ১,২৩,৪২৫ কোটি, ১,২৩,৩২৫ কোটি নাকি ১,২২,৪২৫ কোটি? জানেন কিছু? নাকি খাবি খাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, এটার উত্তর দিন। বছরে ১০০ কোটি টন কয়লা উৎপাদনের জন্য টার্গেট ইয়ার কোনটা-২০২১, ২০২২, ২০২০ নাকি ২০১৯? হ্যাঁ, এমনই ২০টা প্রশ্নের ঠিকমত জবাব ৫ মিনিটের মধ্যে দিতে পারলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন আপনি। কেন্দ্রে ২ বছর কাটানোর পর এনডিএ সরকার নাগরিকদের জন্য নিয়ে এসেছে এই অনলাইন কুইজ প্রতিযোগিতা। জয়ীদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী স্বয়ং। সার্টিফিকেটও তুলে দেবেন তাঁদের হাতে। মনে হচ্ছে, প্রশ্নগুলো সোজা? চলে যান www.mygov.in ওয়েবসাইটে। ক্লিক করলেই যোগ দিতে পারবেন এই কুইজ প্রতিযোগিতায়। কোশ্চেন ব্যাঙ্ক থেকে ইচ্ছেমত সাজানো থাকবে ২০টা প্রশ্ন। যাঁদের উত্তর সব থেকে নির্ভুল হবে, তাঁরাই পাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ। তবে বেশিরভাগ সরকারি সাইটেই এই কুইজ প্রতিযোগিতায় যাওয়ার জন্য লিঙ্ক দেওয়া রয়েছে। চাইলে সেখান থেকেও ঢুকে পড়তে পারেন কুইজের গোলকধাঁধার জগতে। ৫ জুন পর্যন্ত চলবে এই কুইজ প্রতিযোগিতা। এতে যোগ দেওয়া ছাড়াও সাইটে ঢুকে চাইলে সরকারি কাজকর্মের অনলাইন মূল্যায়নও করতে পারবেন আপনি।