গয়া: বিহারে গাড়ি ওভারটেক করার অপরাধে মৃত কিশোরের খুনির এখনও খোঁজ মিলল না। ঘটনার মুখ্য অভিযুক্ত সংযুক্ত জনতা দল বিধায়ক মনোরমা দেবীর ছেলে রকি যাদব এখনও ফেরার। তবে ছেলেকে চম্পট দেওয়ায় সাহায্য করার অভিযোগে মনোরমা দেবীর স্বামী বিন্দি যাদবকে গ্রেফতার করা হয়েছে। বেআইনি অস্ত্র রাখার দায়ে আগেও বারকয়েক জেল ঘুরে এসেছেন তিনি। গ্রেফতার করা হয়েছে রকির দেহরক্ষী রাজেশ কুমারকেও। তাদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে গয়ার আদালত।


রকি যাদব

এই ঘটনার প্রতিবাদে সোমবার গয়ায় বনধ ডেকেছিল বিজেপি। তাদের অভিযোগ, রাজ্যজুড়ে একের পর এক খুন, অপরাধের ঘটনা এটাই পরিষ্কার করে দিচ্ছে, যে লালু- নীতীশের হাত ধরে বিহারে আবার কায়েম হয়েছে জঙ্গলরাজ। কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ানের দাবি, বিহারে রাষ্ট্রপতি শাসন জারি করার সময় এসে গিয়েছে।

রাজ্য সরকার অবশ্য বারবার বলছে, আইন আইনের পথ ধরে চলবে। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দলও গঠন করেছে তারা। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এদিন বলেছেন, আইনের লম্বা হাত থেকে পার পাবে না অভিযুক্ত রকি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদের অভিযোগ খারিজ করে দিয়েছেন তিনি। যদিও মনোরমা দেবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি নীতীশ।

আদিত্য সচদেব

শনিবার রাতে আদিত্য সচদেব নামে সদ্য দ্বাদশ শ্রেণির পরীক্ষা দেওয়া এক কিশোর এক বন্ধুর জন্মদিনের পার্টি থেকে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল। সে সময় পটনা থেকে ৯০ কিলোমিটার দূরে গয়ায় আদিত্যর গাড়ি জেডিইউ বিধায়ক মনোরমা দেবীর ছেলে রকির ল্যান্ড রোভারকে পেরিয়ে যায়। এই অপরাধে রকি আদিত্যকে গুলি করে মারে বলে অভিযোগ। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।