নয়াদিল্লি: দেশে জিএসটি চালু হলে সাময়িক সঙ্কটের সৃষ্টি হতে পারে। সেই কথা মাথায় রেখে তা মোকাবিলার জন্য ‘ওয়ার রুম’ খুলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
আগামী ৩০ জুন মধ্যরাত থেকে সারা দেশে একযোগে চালু হচ্ছে পণ্য পরিষেবা কর বা জিএসটি। কেন্দ্রের আশঙ্কা, চালু হওয়ার সময় দেশে সাময়িক সঙ্কট দেখা দিতে পারে। তাই তার মোকাবিলায় আগে থেকেই প্রস্তুত থাকার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
জানা গিয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রকে একটি মিনি ওয়ার রুম খোলা হয়েছে। সেখানে একাধিক টেলিফোন লাইন ও কম্পিউটার বসানো হয়েছে। যার দায়িত্বে থাকবেন দেশের তরুণ তথ্যপ্রযুক্তি কর্মীরা। লক্ষ্য হবে, যে কোনও সমস্যার দ্রুত নিষ্পত্তি করা।
এদিন সেন্ট্রাল বোর্ড অফ একসাইজ অ্যান্ড কাস্টমস (সিবিইসি) প্রধান বনজা এন সারনা জানান, ওই ইউনিটটি তথ্য-সম্পদ কেন্দ্র হিসেবে কাজ করবে। জিএসটি ও তার সমস্যা সংক্রান্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারি আধিকারিকদের প্রশ্নের উত্তর দেওয়া হবে।
সারনা জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করবে এই ওয়ার রুম।