বেঙ্গালুরু: ভারতের কাছে দুই ম্যাচ বাকি থাকতেই চলতি একদিনের সিরিজে হেরেছে অস্ট্রেলিয়া। সিরিজে অস্ট্রেলিয়ার যে রকম পারফরম্যান্স, তাতে কোহলি ব্রিগেডের কাছে হোয়াইট ওয়াশের খাঁড়াও ঝুলছে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার ক্রিকেট শিবিরে দানা বেঁধেছে অশান্তির মেঘ। দলের প্রাক্তন ফাস্ট বোলার রডনি হগ বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি বলেছেন, অধিনায়ক স্টিভ স্মিথ জাতীয় দলে শুধুমাত্র তাঁর বন্ধুদেরই বেছে নেন। হগ স্মিথের পাশাপাশি নির্বাচক কমিটি ও ক্রিকেট অস্ট্রেলিয়াকেও বিঁধেছেন।
যদিও হগের এই অভিযোগ খারিজ করে দিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
ভারতের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচের আগে ওয়ার্নার বলেছেন, প্রত্যেকেরই নিজস্ব মত রয়েছে এবং সেই মত প্রকাশও করতে পারেন। কিন্তু আমি জানি না, এসব তত্ত্ব উঠে আসে কোথা থেকে। দল বাছাই নির্বাচকদের কাজ। তাছাড়া কেউ নির্বাচিত হলে তাকে দলের জন্য সেরাটা দিতে হয়। এটাই তো সব সময় হয়ে এসেছে।
এর আগে হগ অস্ট্রেলিয়ার একটি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাত্কারে হগ বলেছেন, তারা তাদের বন্ধুদের দলে নিচ্ছে। স্মিথের নির্বাচক হওয়া উচিত নয়। আস্টন আগর, কার্টরাইটদের নেওয়া হয়েছে। এভাবে স্মিথের বন্ধুদের দলে নেওয়া হচ্ছে। দল নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে হবে।
কিন্তু সেই অভিযোগ খারিজ করে ওয়ার্নার বলেছেন, দলে নির্বাচিত হওয়ার ব্যাপারে খেলোয়াড়দের তো কোনও হাত নেই। এক্ষেত্রে পারফরম্যান্সই চূড়ান্ত মাপকাঠি।
দলে স্মিথের বন্ধুদের নেওয়া হচ্ছে, তোপ প্রাক্তন অসি পেসারের, অভিযোগ খারিজ ওয়ার্নারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Sep 2017 12:52 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -