নয়াদিল্লি: যেসব জাল বিজ্ঞাপন মিথ্যে কথা বলে ক্রেতাকে প্রতারিত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রকে পরামর্শ দিলেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। একইসঙ্গে জানালেন, তিনি নিজেও এই ভুয়ো বিজ্ঞাপনের শিকার।
রাজ্যসভায় বেঙ্কাইয়া জানিয়েছেন, উপ রাষ্ট্রপতি হওয়ার পর একটি ওষুধের বিজ্ঞাপন তাঁর চোখে পড়ে। তাতে লেখা ছিল, তাদের ট্যাবলেট খেলে ২৮ দিনে ওজন কমবে। এ নিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলেন তিনি। তাঁরা বলেন, এ ধরনের বিজ্ঞাপন সত্যি নয়। এরপর তাঁর চোখে পড়ে, ওজন কমানোর ওষুধ পেতে ১,২৩০ টাকা দিতে হবে। সেইমতো টাকাটা দিয়েও দেন তিনি।
কিন্তু ওষুধ পাননি উপ রাষ্ট্রপতি। উল্টে একটি প্যাকেট পান, তার ভেতরে লেখা ছিল, ‘আসল’ ওষুধ পেতে আরও হাজার টাকা দিতে হবে।
বিষয়টি নিয়ে ক্রেতা সুরক্ষা মন্ত্রকের দ্বারস্থ হন বেঙ্কাইয়া। জানা যায়, বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে আমেরিকা থেকে। তাঁর বক্তব্য, সরকারের অবশ্যই এ ধরনের মিথ্যে বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তা সে তারা আমেরিকা থেকে আসুক বা অন্য যে কোনও দেশ থেকে।
ওজন কমানোর ওষুধের বিজ্ঞাপনে ঠকেছেন, উপ রাষ্ট্রপতির স্বীকারোক্তি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Dec 2017 11:43 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -