নয়াদিল্লি: নয়াদিল্লির লালকেল্লায় দাঁড়িয়ে তখন দীর্ঘ ৯০ মিনিটের স্বাধীনতার ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় মোদীর ভাষণ শুনতে শুনতে চোখ বুজে আসে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, কেন্দ্রীয়মন্ত্রী অরুণ জেটলি এবং মনোহর পর্রীকরের। ক্যামেরায় লেন্সবন্দিও হয়ে যায় সেই মুহূর্ত। আর সঙ্গে সঙ্গে সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় ওই ছবি ছড়িয়ে যেতেই শুরু হয়ে নয়া বিতর্কের। কেজরীবাল, জেটলি, পর্রীকরেরা ঘুমিয়ে পড়েছিলেন, না চোখ বন্ধ করে মোদীজির বক্তৃতার শুনছিলেন?
কেজরীবালের হাল্কা ঘুমিয়ে পড়া নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি টুইটারাইটরা। প্রসঙ্গত, দিন কয়েক আগেই কেজরীবাল দাবি করেন হিমাচল প্রদেশে দশ দিনের বিপাসনের শিক্ষা নিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পর তিনি দাবি করেন, তিনি ভেতর থেকে অনেক বেশি সুস্থ-সবল অনুভব করছেন। সেখানে তাঁর বাইরের দুনিয়ার সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। কাগজ পড়েননি, মোবাইল ফোন ছিল না, সোশ্যাল মিডিয়াতেও প্রবেশ করার কোনও উপায় ছিল না।
কিন্তু এত শক্তি সঞ্চয় করে কেজরীবালের মোদীর বক্তৃতা শুনতে শুনতে এই হাল নিয়েই বিঁধতে ছাঁড়েননি টুইটারাইটরা।
মোদীর ৯০ মিনিট বক্তৃতার সময় কী করছেন কেজরীবাল, জেটলি, পর্রীকর? দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Aug 2016 06:59 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -