আমদাবাদ: হার্দিক প্যাটেলের সঙ্গ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাঁকে ১ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এমনই অভিযোগ করেছেন পতিদার আনামত আন্দোলন সমিতির স্থানীয় আহ্বায়ক নরেন্দ্র প্যাটেল। এই অভিযোগের মাত্র ঘণ্টাকয়েক আগে বিজেপিতে যোগ দেন তিনি। এরপর আজ সকালে আরও এক হার্দিক ঘনিষ্ঠ, নিখিল সবানি বিজেপি ছেড়ে ফের পতিদার আন্দোলন সমিতিতে ফিরে এসেছেন। অল্পদিন আগে বিজেপিতে যান তিনি।
গতকাল রাতে আমদাবাদে সাংবাদিক বৈঠকে পুরো উল্টো পথে হাঁটেন নরেন্দ্র। বলেন, বিজেপি তাঁকে ১ কোটি টাকা অফার করেছিল, তাই দল ছাড়তে বাধ্য হন। রবিবারই নাকি ১ কোটির মধ্যে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে তাঁকে, আজ দেওয়ার কথা বাকি ৯০ লাখ।
নরেন্দ্র প্যাটেলের দাবি, আর এক পতিদার নেতা বরুণ প্যাটেল গোটা ঘটনায় জড়িত। বরুণ পাতিদারদের জন্য সংরক্ষণ চেয়ে আন্দোলনে নামা হার্দিকের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, তিনি ও আর এক হার্দিক সহযোগী রেশমা প্যাটেল গত সপ্তাহে যোগ দিয়েছেন বিজেপিতে।
নরেন্দ্রর দাবি, বিজেপির হয়ে বরুণ প্যাটেল তাঁর সঙ্গে টাকাপয়সার ব্যাপারে কথাবার্তা চালান। তাঁকে আমদাবাদ থেকে গাঁধীনগরে নিয়ে যাওয়া হয়, সেখানে পরিচয় করানো হয় বেশ কয়েকজন বিজেপি নেতার সঙ্গে। তাঁদের মধ্যে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ও রাজ্যের এক মন্ত্রীও। এরপর বরুণ প্যাটেল তাঁকে দল ছাড়ার জন্য ১ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেন। তখনই আগাম দিয়ে দেন ১০ লাখ টাকা। তারপরেই সাংবাদিক বৈঠক ডেকে বিজেপি নেতারা ঘোষণা করেন, তিনি পতিদার আন্দোলন সমিতি ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন।
কিন্তু পরে তাঁর মনে হয়, প্যাটেলদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন তিনি। নিজের দাবির প্রমাণ হিসেবে ৫০০ টাকার নোটের তোড়াও দেখান। তাঁর দাবি, গুজরাতে এবার হারবে বিজেপি।
বিজেপি অবশ্য এখনও এই অভিযোগের প্রতিক্রিয়া দেয়নি।
বিজেপিতে যোগ দিতে অফার করা হয় ১ কোটি টাকা, অভিযোগ গুজরাতের প্যাটেল নেতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Oct 2017 08:34 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -