মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেন শিবরাজ। এক ভিডিওতে শিবরাজ বলেছেন, করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে আমি নিজের জামাকাপড় নিজেই কাচছি। এতে আমার প্রচুর লাভ হয়েছে। কিছুদিন আগেই হাতের অস্ত্রোপচার করা হয়েছে। এরপর বেশ কয়েকবার ফিজিওথেরাপি করেও হাত মুঠো করতে পারছিলাম না। কিন্তু এখন ঠিক আছে।
সোমবার একাধিক ট্যুইট করে মুখ্যমন্ত্রী কোভিড-১৯ উপসর্গ না লুকিয়ে রেখে পরীক্ষা করতে এগিয়ে আসার আর্জি জানিয়েছিলেন।
তিনি ট্যুইট করে বলেছিলেন, সংক্রমণ হলে ভয়ের কিছু নেই। উপসর্গ দেখা দিলে লুকোবেন না। সঠিক সময়ে যাতে চিকিত্সা শুরু করা যায়, সেজন্য তা জানান। সঠিক সময়ে চিকিত্সা আপনাকে সুস্থ করে তুলবে।
অতিমারির মতো রোগীদের নিঃস্বার্থভাবে শুশ্রুষায় নিযুক্ত স্বাস্থ্য কর্মীদেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন শিবরাজ।
মুখ্যমন্ত্রী বলেন, করোনার বিরুদ্ধে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করব। একইসঙ্গে তিনি শারীরিক দূরত্ব, হাত ধোয়া ও মাস্ক পরার মতো প্রতিরোধমূলক ব্যবস্থার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।