নয়াদিল্লি: রফতানি বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ওয়াসেনার অ্যারেঞ্জমেন্টের সদস্য হতে চলেছে ভারত। এই এলিট গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, ৪২-তম সদস্য হতে চলেছে ভারত। এই ঘোষণায় আশাবাদী হয়ে উঠেছে বিদেশ মন্ত্রক। আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেছেন, শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ওয়াসেনার অ্যারেঞ্জমেন্টের সদস্য হয়ে যাবে ভারত। এর ফলে প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা ক্ষেত্রে উন্নতির জন্য প্রযুক্তিগত চুক্তি করা যাবে।
এনপিটি চুক্তিতে সই না করা সত্ত্বেও ভারত ওয়াসেনার অ্যারেঞ্জমেন্টের সদস্য হতে পেরেছে। চিন এখনও এই গোষ্ঠীর সদস্য হতে পারেনি। ফলে এটা ভারতের পক্ষে বড় সাফল্য। তবে এর ফলে পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর সদস্য হওয়ার ক্ষেত্রে ভারতের পথ প্রশস্ত হল বলে মনে করেন না রবীশ। যদিও তাঁর মতে, এর ফলে পরমাণু অস্ত্র প্রসার রোধে ভারতের অবদান স্বীকৃতি পেল।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ওয়াসেনারের সদস্যপদ পাওয়ায় প্রতিরক্ষা, মহাকাশ গবেষণায় উন্নতি হবে, আশা বিদেশ মন্ত্রকের
Web Desk, ABP Ananda
Updated at:
08 Dec 2017 09:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -