ভিডিওতে দেখুন: রেললাইনের ধারের বেষ্টনীতে মাথা গলিয়ে বিপত্তি, দমকলের চেষ্টায় উদ্ধার বালিকা
Web Desk, ABP Ananda | 16 Aug 2016 11:47 AM (IST)
নয়াদিল্লি: খেলতে খেলতে রেললাইনের ধারের বেষ্টনীতে মাথা গলিয়ে ফেলেছিল বছর আটেকের মেয়েটি। কিছুতেই বের করা যাচ্ছিল না। মেয়েটির আর্ত চিত্কার কানে আসে এক স্থানীয় পুলিশ অফিসারের। তিনিও চেষ্টা করেন। কিন্তু মাথা বের করতে না পেরে দমকলে খবর দেন। তারা এসে বেষ্টনী ভেঙে উদ্ধার করে মেয়েটিকে। উত্তর চিনের তিয়ানজিন মিউনিসিপ্যালিটির জিক্সিয়ান কাউন্টি এলাকার ঘটনা। দেখুন মেয়েটিকে উদ্ধারের ভিডিও: