নয়াদিল্লি: মাঝ আকাশে জোর ঝাঁকুনি। জখম এয়ার ইন্ডিয়া বিমানের তিন যাত্রী। বৃহস্পতিবার অমৃতসর থেকে দিল্লি যাওয়ার সময় ঘটনাটি ঘটে। ঝাঁকুনি এতটাই জোরাল ছিল যে, বিমানের ভিতরের উইন্ডো প্যানেল বেরিয়ে আসে। যাত্রীদের আসনের ওপর থেকে বেরিয়ে পড়ে অক্সিজেন মাক্স। প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে ঝাঁকুনি অনুভব হয়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ‘টারবুলেন্সের’ কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে ডিজিসিএ। গত কয়েকদিন ধরেই দিল্লি ও উত্তর ভারতে ধুলো ঝড় হচ্ছে এবং প্রচণ্ড জোরে হাওয়া বইছে। এর কারণেই এই ঘটনা, নাকি অন্য কিছু, তা তদন্তেই জানা যাবে। বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে আহত তিন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উড়ানের সময় ওই তিন যাত্রীর আঘাতের প্রতি নজর রেখেছিল বিমানেপ জরুরি পরিস্থিতি সংক্রান্ত দল। দুই যাত্রীর আঘাত সামান্য। যে যাত্রী ওভারহেড প্যানেলের আঘাত পেয়েছিলেন, তাঁর মাথায় সেলাই দিতে হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক চিকিত্সার পর তিনযাত্রীই কানেক্টিং ফ্লাইট ধরেন।