অসমের বিভিন্ন জায়গায় জাতীয় সড়কের ওপর দিয়েও বইছে জলের স্রোত। জলের প্রাণীরাও স্রোতের টানে চলে আসছে গ্রাম ও শহরের সড়কে। অসমের বন্যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, জাতীয় সড়কে বইছে জলস্রোত। রাস্তায় জলের মধ্যেই ঘোরাফেরা করছে লোকজন। আচমকাই একটা কিছু দেখে চমকে ওঠে লোকজন। ভালো করে দেখে বোঝা যায়, সড়কে উঠে এসেছে একটা মাছ। অতিকায় মাছ। কয়েকজন মিলে ওই মাছটি ধরতে ঝাঁপিয়ে পড়েন। মাছটা এতটাই বড় যে সেটিকে বাগে আনা একজনের পক্ষে সম্ভব ছিল না। শেষপর্যন্ত দুজন মিলে মাছটি ধরেন।
অসমের এক স্থানীয় সাংবাদিক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, অসমের কালিয়াবোরে জাতীয় সড়কে অতিকায় মাছ।
তিনি বন্যায় বিপন্ন পশুদের দুর্দশার আরও কয়েকটি ছবি পোস্ট করেছেন।