পাঞ্জিম: মাথয়া একাধিক হাতুড়ির ঘা খেয়েও, গোয়ার পাঞ্জিমে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের এক এটিএম লুঠ আটকে দিলেন সেখানকার নিরাপত্তারক্ষী। পুরো ঘটনাটি এটিএম-এর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সিসিটিভিতেই দেখা গিয়েছে, এটিএমের ভেতর লুঠ আটকাতে ঢুকে গিয়েছেন নিরাপত্তারক্ষী। তাঁকে মাথায় একাধিকবার হাতুড়ি দিয়ে আঘাত করা হচ্ছে।
মুখোশ পরা ওই দুষ্কৃতীর বিরুদ্ধে পাঞ্জিম থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্তে নেমেছে পুলিশ।