ভিডিওতে দেখুন: আচমকা ড্রেনে পড়ে গিয়ে জখম বিজেপি সাংসদ পুনমবেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 May 2016 08:32 AM (IST)
জামনগর: আজ সকালে আচমকা খোলা ড্রেনে পড়ে গিয়ে জখম হন জামনগরের বিজেপি সাংসদ পুনমবেন ম্যাডাম। সূত্রের খবর, গাঁধীনগর থেকে ৩৩০ কিলোমিটার দূরে জামনগর কেন্দ্রের একটি বস্তি এলাকা পরিদর্শনে গিয়েছিলেন তিনি। পুনম এবং বেশ কয়েকজন ড্রেনের একেবারেই ধারে দাঁড়িয়ে ছিলেন। সেখানে কথা বলতে বলতে হঠাতই পড়ে য়ান তিনি। পায়ে গুরুতর আঘাত লেগেছে পুনমের। ভর্তি করা হয়েছে হাসপাতালে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। দেখুন ভিডিও: