(সৌজন্যে এএনআই) গরুর চামড়া পাচারের অভিযোগ, ৪ জনকে বেধড়ক মার গুজরাতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jul 2016 08:14 AM (IST)
ভিডিওতে দেখুন: গরুর চামড়া পাচারকারী সন্দেহে ৪ ব্যক্তিকে লোহার রড দিয়ে প্রকাশ্যে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল পাহারাদারদের বিরুদ্ধে। গুজরাতের গির সোমনাথ জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, গির সোমনাথের মোতা সামাদিয়ারা গ্রামের বাসিন্দা ওই চার ব্যক্তির বিরুদ্ধে গরুর চামড়া বিক্রির অভিযোগ ওঠে। গাড়ির সঙ্গে শিকল দিয়ে বেঁধে তাদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। যদিও ওই চারজনের দাবি, মৃত গরুদের চামড়া বিক্রি করেছিল তারা। জীবিত গরুকে মেরে ফেলে চামড়া ছাড়ানো হয়নি। অভিযুক্তদের বেধড়ক মারধরের ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে-