হায়দরাবাদ: সান্তিয়াগোর ঘটনার পুনরাবৃত্তি এবার হায়দরাবাদে।

আত্মহত্যার চেষ্টায় হায়দরাবাদের নেহরু জুলজিক্যাল পার্ক চিড়িয়াখানায় সিংহের আস্তানার খুব কাছে চলে যান এক মদ্যপ অবস্থায় ব্যক্তি। তবে এক্ষেত্রে আর সিংহের কবলে পড়তে হয়নি তাঁকে। তার আগেই নিরাপত্তা রক্ষীদের প্রচেষ্টায় বেঁচে গিয়েছেন তিনি।

উদ্ধার হওয়ার পর মুকেশ নামে ওই ব্যক্তি জানিয়েছেন, মদের নেশাতেই একাজ করেছেন তিনি। কোন জায়গায় ঝাঁপ দিয়েছেন, তা-ও খেয়াল করে উঠতে পারেননি তিনি। কিন্তু হঠাত কেন আত্মহত্যার চেষ্টা, সে সম্পর্কে কিছুই জানাননি হায়দরাবাদ মেট্রো রেলের কর্মী মুকেশ। মাস খানেক আগে রাজস্থান থেকে হায়দরাবাদ এসেছিলেন তিনি।

মুকেশকে পুলিশের হাতে তুলে দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, এই একই ঘটনা ঘটে চিলির রাজধানী সান্তিয়াগো চিড়িয়াখানায়। আত্মহত্যা করার উদ্দেশ্যে নগ্ন হয়ে সিংহের খাঁচার ভিতর ঝাঁপ দেন বছর ২০-র এক যুবক। তাঁর প্রাণ বাঁচাতে সিংহ দুটিকেই গুলি করে মেরে ফেলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।



ভিডিও সৌজন্যে এএনআই/টুইটার