পদ্মাবতী: বিরোধিতার আগে সিনেমাটি দেখা উচিত, বললেন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র সিংহ
ABP Ananda, web desk | 21 Nov 2017 08:14 PM (IST)
হায়দরাবাদ: সঞ্জয়লীলা বনশালীর ‘পদ্মাবতী’ সিনেমার প্রতিবাদে বিভিন্ন গোষ্ঠী বিক্ষোভ দেখাচ্ছে। এরইমধ্যে কেন্দ্রীয়মন্ত্রী বীরেন্দ্র সিংহ বলেছেন, যাঁরা বিরোধিতা করছেন, তাঁদের আগে সিনেমাটি দেখা উচিত। সিনেমা দেখে যদি আপত্তিজনক কিছু থাকে, তাহলে তা বাদ দেওয়ার দাবি জানানো যেতে পারে। উল্লেখ্য, কয়েকটি গোষ্ঠীর তীব্র বিরোধিতার মুখে প্রযোজকরা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ অভিনীত সিনেমাটির মুক্তি পিছিয়ে দিয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সিনেমায় প্রকৃত ঘটনার বিকৃতি ঘটানো হয়েছে। এ ব্যাপারে বীরেন্দ্র সিংহ বলেছেন, ‘এ ব্যাপারে আমার মতামত অত্যন্ত স্পষ্ট। কিছু ঐতিহাসিক ঘটনা আমাদের চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে..যাঁরা বিরোধিতা করছেন, তাঁদের প্রথমে সিনেমাটি দেখা উচিত। যদি কিছু আপত্তিকর তাঁরা দেখতে পান, তাহলে সেগুলি বাদ দিতে প্রযোজকদের তাঁরা বলতে পারেন’। মন্ত্রী বলেছেন, ‘আরও বেশি বাস্তবসম্মতভাবে আমাদের দেশের ইতিহাসকে খুঁজে দেখা উচিত। আর এই সিনেমাগুলি ইতিহাসভিত্তিক। আমি কিছু পরিচালককে জানি, ইতিহাসের সমস্ত দৃষ্টিকোণ বিচার করার জন্য প্রচুর পরিশ্রম করেন। কিন্তু প্রচলিত ভাবাবেগকে সম্মান জানানো দরকার’।