ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বরকে ঘিরে উত্সবে মেতে পরিবারের লোকজন ও বন্ধুবান্ধব। আচমকাই বরের সামনে দাঁড়ানো একজন তাঁর পিস্তল থেকে গুলি ছোঁড়ার চেষ্টা করেন। কিন্তু পিস্তলটির নল আকাশের দিকে ওঠানোর আগেই ট্রিগারে হাত পড়ে যায়। গুলি লাগে বরের মুখে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে।
ভিডিও সৌজন্যে এএনআই/টুইটার