হিসার:  বিয়ের অনুষ্ঠানে বন্দুক ছুঁড়ে উত্‍সব। গুলিতে গুরুতর জখম হলেন বর। এমনই ঘটনা ঘটেছে হরিয়ানার হিসারে। সেই ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বরকে ঘিরে উত্‍সবে মেতে পরিবারের লোকজন ও বন্ধুবান্ধব। আচমকাই বরের সামনে দাঁড়ানো একজন তাঁর পিস্তল থেকে গুলি ছোঁড়ার চেষ্টা করেন। কিন্তু পিস্তলটির নল  আকাশের দিকে ওঠানোর আগেই ট্রিগারে হাত পড়ে যায়। গুলি লাগে বরের মুখে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে।

 

ভিডিও সৌজন্যে এএনআই/টুইটার