বেঙ্গালুরু:  বিশ্বের সবচেয়ে বিষধর সাপ শঙ্খচূড়ের সংস্পর্শ স্বাভাবিকভাবেই সমস্ত মানুষ এড়িয়ে চলেন। কিন্তু ভালবাসা দিয়ে কীভাবে বিষধর সাপকেও বশে আনা যায় সেটাই দেখিয়ে দিল কর্ণাটকের খরা কবলিত কাইগা গ্রামের একদল বনকর্মী। এরা মূলত, সঙ্কটে পড়া বন্যপ্রাণীদের উদ্ধার করে।


প্রসঙ্গত, দিন কয়েক আগে সেই বনকর্মীরা সঙ্কটে পড়া তৃষ্ণার্ত এক শঙ্খচূড় সাপকে বোতল থেকে জল পান করায়।

ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়ে ভাইরাল হয়ে গেছে। সেখানেই দেখা যাচ্ছে এক বনকর্মী সাপের লেজটি ধরে রয়েছে। কারণ, এভাবেই তাকে আক্রমণ থেকে রোধ করা হয়েছে। এমনকি যে সাপটিকে জল খাইয়েছে তাকেও একটি স্নেক ক্যাচার ধরে থাকতে দেখা গিয়েছে, হঠাত্ কোনও বিপদ থেকে নিজেকে রক্ষা করতে। তারপর সাপটিকে ঠান্ডা করতে তার মাথায় জলও ঢালতে দেখা গিয়েছে। এরপর ওই সাপটিকে বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।