ভিডিও ভাইরাল: গলায় জড়িয়ে ভিডিও তোলার চেষ্টার মর্মান্তিক পরিণতি, কেউটের ছোবলে মৃত্যু
ABP Ananda, web desk | 11 Apr 2017 12:58 PM (IST)
জয়পুর: গলায় কেউটে জড়িয়ে ভিডিও তোলার চেষ্টার পরিণতি হল মর্মান্তিক। কেউটের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৩৫ বছরের বাবুরাম ঝাখর। পুলিশ জানিয়েছে, গত রবিবার রাজস্থানের জোধপুর জেলার লোহাওয়াত এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে এক সাপুড়ে বাবুরামের গলায় সাপটিকে জড়িয়ে দেন। কিন্তু ওই সময়ই বিষধর কেউটে ছোবল মারে তাঁর কপালে। এই ঘটনার ভিডিও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে পড়েছে। সাপুড়েই বাবুরামকে ঝাঁড়ফুকের জন্য স্থানীয় একটি মন্দিরে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বাবুরামকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন সাপুড়ে ফেরার হয়ে যান। লোহাওয়াত থানার পুলিশ অনিচ্ছাকৃত খুনের ধারায় একটি মামলা রুজু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।