বিধানসভা অধিবেশনে যোগ না গিয়ে মিউজিক লঞ্চ অনুষ্ঠানে নাচ কর্নাটকের কংগ্রেস বিধায়ক অম্বরীশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Nov 2017 10:31 AM (IST)
নয়াদিল্লি: বিধানসভার শীতকালীন অধিবেশন চলছে। কিন্তু সেখানে না গিয়ে কর্নাটকের কংগ্রেস বিধায়ক এমএইচ অম্বরীশকে একটি মিউজিক লঞ্চ অনুষ্ঠানে নাচতে দেখা গেল। সেই ঘটনার ভিডিও-ও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে তাঁকে এক মহিলার সঙ্গে নাচতে দেখা গিয়েছে। উপস্থিত অন্যান্যারা তখন তা উপভোগ করছেন। মঙ্গলবারের এই ভিডিও প্রকাশ্যে আসার পর কংগ্রেস অম্বরীশের পাশেই দাঁড়িয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি দীনেশ গুন্ডুরাও বলেছেন, অম্বরীশ আদতে অভিনেতা। তাই তাঁকে নাচতে দেখা যাওয়ার মধ্যে অস্বাভাবিক কিছু নেই। তবে এ বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের কোনও জবাব দেননি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।