ভিডিওতে দেখুন: পুলিশের লাঠি দিয়েই পুলিশকে মার বিক্ষুব্ধ জনতার
Web Desk, ABP Ananda | 26 Jul 2016 10:45 AM (IST)
সুরাত (গুজরাত) : এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত গুজরাতের সুরাট। প্রকাশ্যেই পুলিশের সাব-ইন্সপেক্টরকে ধরে পেটাল বিক্ষুব্ধ জনতা। ভিডিওতে দেখা যাচ্ছে ওই পুলিশ আধিকারিক উত্তেজিত জনতাকে সামাল দিতে গিয়ে তাদেরই রোষের মুখে পড়েছেন। সেই সময়ই হঠাতই তাঁর গালে চড় মেরে বসে এক যুবক। এরপরই ঘিরে ধরে বিক্ষুব্ধ জনতা। ৩০-৫০ জন পুরুষ মহিলা একসঙ্গে ঘিরে ধরে মারধর শুরু করে তাঁকে। অবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসআই-এর নিজের লাঠি দিয়েই তাঁকে মারধর করা হয়। গুরুতর জখম হন ওই আধিকারিক। তাঁর কপালের আঘাত বেশ গুরুতর। প্রচুর রক্তপাত হয়েছে।