দেখুন: নয়ডায় প্রকাশ্যে অপহরণ, পরে খোঁজ মিলল দেহের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 May 2016 04:11 AM (IST)
নয়ডা:ফের প্রকাশ্যে অপহরণ। ধরা পড়ল ক্যামেরাতে। ঘটনায় উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশাই ফের সামনে এল। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রকাশ্য দিবালোকে গ্রেটার নয়ডার একটি ব্যস্ত বাজার এলাকা থেকে এক ব্যক্তিকে অপহরণ করা হচ্ছে। লোকজনের সামনেই বন্দুক দেখিয়ে দুই দুষ্কৃতী অপহরণ করে ভীম সিংহ নামে এক ব্যক্তিকে। কেউ বাধা দেওয়ার জন্য এগিয়ে আসেনি। শনিবার এই ঘটনা ঘটে। পরে হিন্দোন নদীতে অপহৃতের মৃতদেহ উদ্ধার হয়। ভীম সিংহর ভাই বলেছেন, অপহরণের প্রমাণ হিসেবে ভিডিও রয়েছে। তারপরও পুলিশ তাঁদের কোনও সাহায্য করছে না। যদিও পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। ভিডিও সৌজন্যে- এএনআই/টুইটার