দেখুন: দিল্লি মেট্রো স্টেশনে লাইন টপকানোর চেষ্টা, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা যুবকের, দাবি করেলন, অন্য প্ল্যাটফর্মে কীভাবে যেতে হয় জানেন না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 May 2018 10:42 AM (IST)
নয়াদিল্লি: দিল্লি মেট্রোর নিরাপত্তায় বড়সড় গাফিলতি। রাজধানীর শাস্ত্রীনগর মেট্রো স্টেশনে এক যাত্রী অন্য প্ল্যাটফর্মে যেতে বেছে নিলেন লাইন টপকে যাওয়ার পথ! সেই মুহূর্তেই ছেড়ে দিল অন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মেট্রো!! তারপর কী হল? রোমহর্ষক এই ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে। ২১ বছরের এই ব্যক্তিকে লাইনে দেখে ছাড়ার পরই ট্রেন থামিয়ে দেন চালক। গতি বেশি না থাকায় কোনওক্রমে রক্ষা পান তিনি। ওই ব্যক্তির নাম ময়ূর পটেল। তিনি দাবি করেছেন, অন্য প্ল্যাটফর্মে কীভাবে যেতে হয়, তা তিনি জানতেন না। সেজন্য লাইন টপকে যাচ্ছিলেন। পটেলকে জরিমানা করে মেট্রো কর্তৃপক্ষ। বৈধ কর্তৃপক্ষ ছাড়া অন্য কারুর মেট্রো রেল লাইনে হাঁটাচলা শাস্তিযোগ্য। এতে ছয়মাস পর্যন্ত জেল বা ৫০০ টাকার জরিমানা বা উভয় শাস্তিই হতে পারে।