উপকূলবর্তী অঞ্চল সংক্রান্ত আইন লঙ্ঘন করে মারাদু পুরসভা অঞ্চলে আবাসনগুলি নির্মাণ করা হয়। সুপ্রিম কোর্ট এই আবাসনগুলি ভেঙে ফেলার নির্দেশ দেয়। সেই নির্দেশই পালন করা হল। দেখুন, কেরলে গতকালের পর আজ ফের গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি নির্মাণ
Web Desk, ABP Ananda | 12 Jan 2020 01:08 PM (IST)
উপকূলবর্তী অঞ্চল সংক্রান্ত আইন লঙ্ঘন করে মারাদু পুরসভা অঞ্চলে আবাসনগুলি নির্মাণ করা হয়।
ছবি সৌজন্যে ট্যুইটার
কোচি: সুপ্রিম কোর্টের নির্দেশে কেরলের কোচির মারাদু পুরসভা অঞ্চলে গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি নির্মাণ। গতকাল নিয়ন্ত্রিত বিস্ফোরণে দু’টি আবাসন ভেঙে ফেলা হয়। আজ সকালে আরও একটি আবাসন গুঁড়িয়ে দেওয়া হয়। দুপুরে আরও একটি বেআইনি আবাসন ভেঙে দেওয়া হবে বলে জানা গিয়েছে।