গত ২৪ ডিসেম্বর রাত সাড়ে আটটার সময় এই ঘটনা ঘটে। এটিএমের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা ধরা পড়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, এটিএমের ভেতরে প্রথমে এক ব্যক্তির দিকে বন্দুক তাক করে মুখোশ পরা এক দুষ্কৃতী। ওই ব্যক্তি সেই সময় টাকা তুলছিলেন। পরে ওই দুষ্কৃতীকে এক মহিলার সঙ্গে দাঁড়িয়ে থাকা শিশুর দিকে বন্দুক তাক করতে দেখা যাচ্ছে।
এরপর ওই ব্যক্তি এটিএম থেকে টাকা তুলে মুখোশ পরিহিত দুষ্কৃতীকে দিয়ে দেন।