লখনউ: সঞ্জয় লীলা বনশালী পরিচালিত পদ্মাবতী ছবির প্রেক্ষাপট ঘিরে যেমন বিতর্ক তৈরি হয়েছে, তেমনই জোর বিরোধিতা শুরু হয়েছে ছবির একটি গান ঘিরে।

অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দৃশ্যায়িত ‘ঘুমর’ গান এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। আর এসবের মধ্যেই ‘ঘুমর’ গানের তালে নাচলেন মুলায়ম সিংহ যাদবের পুত্রবধূ অপর্না যাদব।



সম্প্রতি, লখনউতে একটি নাচের অনুষ্ঠানে ‘ঘুমর’ গানের তালে দীপিকার মতো নাচতে দেখা যায় অপর্নাকে। তাঁর নাচের এই ভিডিওটি ভাইরাল হয়েছে। সকলেই ওই ভিডিও দেখছেন।

[embed]