পুনে: মহারাষ্ট্রে বনবিভাগের আধিকারিকদের হানায় যে সংখ্যক বিষধর সাপ ধরা পড়ল তা জানলে চমকে উঠতে হয়। পুনে শহর থেকে ১১৫ টি সাপ ও ২৫ মিলিলিটার বিষ বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার দুই ব্যক্তি।

যে সরীসৃপগুলি বাজেয়াপ্ত হয়েছে তার মধ্যে ৭০ টি গোখরো এবং ৪৫ টি ঘানা সাপ।



গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পেতে পুনের একটি কলোনি থেকে রঞ্জিত খোরগে (৩৭) এবং ধনঞ্জয় (৩০) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।



বাজেয়াপ্ত বিষ পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

ক্যানসার ও অন্যান্য চিকিত্সা সংক্রান্তে কাজে সাপের বিষের ব্যবহার হয়। ভারতে সাপ ধরা ও পাচার আকছারই হয়ে থাকে।