দেখুন: বার ড্যান্সারের ওপর নোট ছড়ালেন পুলিশ কর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Nov 2017 09:06 AM (IST)
গোন্ডা: পুলিশ কনস্টেবলের কীর্তি! বার ড্যান্সারের ওপর নোট ছড়িয়ে উত্তরপ্রদেশের পুলিশের অস্বস্তি বাড়ালেন এক কনস্টেবল। গোন্ডা জেলার ধানেপুরের এই ঘটনা ক্যামেরাতে ধরা পড়েছে। সেই ভিডিও ফুটেজ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। ভিডিওতে লাল পোশাক পরা এক বার ড্যান্সারের ওপর ওই কনস্টেবলকে নোট ছড়াতে দেখা যাচ্ছে। এক ব্যক্তিকে সেই নোটগুলিকে কুড়োতেও দেখা গিয়েছে। অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।