মাউন্ট আবু: সেলফি তুলতে গিয়ে বিপত্তি। এবার অজগরের কামড় খেল এক যুবক। ঘটনাটি ঘটেছে রাজস্থানের মাউন্ট আবু এলাকায়। স্থানীয় এক কৃষকের জমিতে ধরা পড়েছিল বিশাল অজগর। সাপ ধরা পড়তেই শুরু হয়ে যায় সেলফি তোলার ধুম। বেশ কয়েকজন সেলফি তোলার পর এগিয়ে যান গোলাপি টি-শার্ট পরা এক যুবক। আর তখনই তাঁর দিকে এগিয়ে যায় অজগর। বসায় কামড়ও।
দেখুন ভিডিও: