মুম্বই: ইউনিসেফের অ্যাম্বাসেডর তিনি। করোনা ভাইরাস নিয়ে সচেতনতা গড়ে তুলতে এবং তা প্রতিরোধের উপায় বলে দিতে এবার উদ্যোগী হলেন।

সচিন তেন্ডুলকর জানালেন, ভাল করে হাত ধোওয়া সুস্বাস্থ্যের প্রধান শর্ত।

তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। কীভাবে সাবান ও জল দিয়ে হাত ধোওয়া উচিত, হাতেকলমে তা দেখিয়েছেন মাস্টার ব্লাস্টার। বলেছেন, ‘হাতে সাবান দেওয়ার পর থেকে ২০ সেকেন্ড ঘষতে থাকুন।’ তারপর ধোওয়ার পালা।




সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে সচিন লিখেছেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধ নিয়ে প্রার্থনা চলছে। আমাদের দিক থেকে সবচেয়ে সহজে যেটা করতে পারি, সেটা হল ভাল করে হাত ধুয়ে সুরক্ষার ব্যবস্থা করা। করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ও ইউনিসেফ যা করছে, সেই উদ্যোগকে কুর্নিশ জানাই।’