তার সামনে নেচে চলেছে খুদে পড়ুয়া। পরনে স্কুল ড্রেস। সাদা-নীল চেক শার্ট। নেভি ব্লু স্কার্ট। খালি পায়েই নাচ কন্যার। আর মুহূর্তে তা ভাইরাল হয়ে গিয়েছে।
ঘটনাটি অসমের ধেমাজির বাপুচাং এলপি স্কুলের। খুদে পড়ুয়ার নাম স্মৃতি সোনোবাল। স্থানীয় গানের সঙ্গে তালে তালে নেচে গিয়েছে স্মৃতি। প্রাণবন্ত সেই নাচের ভিডিও পরে স্কুলের তরফেই ফেসবুকে পোস্ট করা হয়। আর শনিবার পোস্ট হওয়ার পর থেকেই সেই ভিডিও ভাইরাল।
প্রায় ৮ হাজার লাইক। প্রায় ৬ হাজার শেয়ার। ৩ লক্ষ ৪০ হাজারের কাছাকাছি মানুষ দেখেছেন ভিডিওটি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাইক-শেয়ার-কমেন্টের সংখ্যা। সকলেই ভবিষ্যৎ জীবনে স্মৃতির সাফল্য কামনা করেছেন। স্কুলের তরফ থেকে সকলকে ধন্যবাদ দেওয়া হয়েছে।