দেখুন: ভাইরাল ভিডিও, কীভাবে এটিএমে অন্যমনস্ক ব্যক্তির টাকা চুরি করছে দুই মহিলা
ABP Ananda, web desk | 10 Feb 2017 08:20 AM (IST)
রাস্তাঘাটে চুরি-ছিনতাই-কেপমারির ঘটনা আকছারই ঘটে। এটিএম থেকে টাকা তুলে ফেরার পথেও ছিনতাইয়ের কবলে পড়েছেন অনেকেই। প্রকাশ্য স্থানে হাতসাফাইয়ে উধাও হয়ে যায় টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী। অনেক সময়ই ভেবে কূল পাওয়া যায় না কীভাবে হাতসাফাই করল দুষ্কৃতীরা! এবার একটি এটিএমের মধ্যে ধরা পড়ল কীভাবে চুরি করে দুষ্কৃতীরা। পুরো ঘটনা ধরা পড়েছে ভিডিওতে। সেই ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে। ২০১৫-র ডিসেম্বরের ওই ক্লিপটি সিসিটিভি ফুটেজ বলেই মনে হচ্ছে। এতে দেখা যাচ্ছে, নিরীহ চেহারার দুজন মহিলা এটিএমে ঢুকল। তাদের দেখে সন্দেহ হওয়ার কোনও কারণই নেই। টাকা তুলতে আসা অন্যমনস্ক ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে তাঁদের ব্যাগ থেকে টাকা নিয়ে চম্পট দিচ্ছে ওই দুই মহিলা। কয়েক মিনিটের মধ্যেই সুনিপুনভাবে কীভাবে চুরি করছে তারা, তা অবাক করে দেওয়ার মতো। দেখুন সেই ভিডিও: