দেখুন: স্কুলে ছাত্রকে দিয়ে পিঠ মালিশ শিক্ষকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Dec 2017 01:39 PM (IST)
মধ্যপ্রদেশ: বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদ্যাদানই শিক্ষকের কাজ। কিন্তু কখনও কখনও এই নিয়মকে পরোয়া করেন না কিছু শিক্ষক। এমনই এক ঘটনার খবর এল মধ্যপ্রদেশের দামোহ-র মাদিয়াদোর একটি সরকারি স্কুলে। এক শিক্ষক এক পড়ুয়াকে দিয়ে পিঠ মালিশ করালেন। সেই ঘটনা ধরা পড়ল ভিডিওতে। ঘটনার খবর প্রকাশ্যে আসার পর রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দীপক যোশী কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।জেলা শিক্ষা আধিকারিককে ওই ঘটনা নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট পেলেই ওই শিক্ষককে সাসপেন্ড করা হবে।