ঝাড়খন্ড :  ঝাড়খন্ডের রাজধানী রাঁচিতে এক অদ্ভুত ঘটনা সামনে এল। আট বছরের অঞ্জলি ও কুড়ি মাসের কেশবের কাছে স্কুল যাওয়া যেন এক ভয়ংকর স্বপ্নের মত। কিন্তু কেন এমন ঘটনা? কেনই বা তাদের ঘরবন্দি হয়ে থাকতে হয়। স্কুলে গেলে কেনই বা তাদেরকে বন্ধুরা ক্ষ্যাপায়।তাহলে শুনুন-

 

অঞ্জলি ও  কেশব দুইজনই এক দুর্লভ রোগ ‘প্রোজেরিয়ার’ শিকার। যার জন্য তাদের এখন থেকেই বয়স্কদের মতো দেখায়। ত্বকের চামড়া ঝুলে গিয়েছে, আর শরীরের ব্যাথার তো শেষ নেই। অঞ্জলি জানিয়েছে বন্ধুরা তাকে স্কুলে গেলেই বুড়ি  বলে ক্ষ্যাপায়। পা সিনেমা আপনারা নিশ্চিই সবাই দেখেছেন,  সেখানে ‘অরো’ অর্থাৎ বিগ বি কে যেভাবে  একই অবস্হা এই দুই শিশুর।

তাদের  পরিবারের আর্থিক  অবস্হা  খারাপ হওয়া সত্বেও তাদের বাবা মা হার মানেননি। চিকিৎসা চালিয়ে যেতে চান তারা। সরকারের কাছে তারা আবেদন জানিয়েছেন , এই কঠিন রোগের চিকিৎসার অনেক খরচ, তাই যে সমস্ত হাসপাতালে এই রোগের ভাল চিকিৎসা হয় সরকার যেন সেখানে তাদের ব্যাবস্হা করে দেন।