নয়াদিল্লি: মধ্যপ্রদেশের ৭২ বছরের এক বৃদ্ধা দেশের তরুণ সমাজের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন। তাঁর অদম্য জীবনীশক্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। লক্ষ্মী ভার্মা নামে ওই মহিলা সেহোর জেলা কালেক্টরের অফিসের সামনে টাইপিস্ট হিসেবে ২০০৮ থেকে কাজ করছেন। বয়স হয়েছে। কিন্তু নিজের কাজের প্রতি নিষ্ঠা, মর্যাদার সঙ্গে বেঁচে থাকার লড়াই প্রত্যেকেরই কাছে শিক্ষনীয়। লক্ষ্মীদেবীর দারিদ্র ও বয়সের ভ্রুকুটিকে উপেক্ষা করে কাজ করে যাওয়ার এই সুদৃঢ় মানসিকতাকে কুর্ণিশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগও। তাঁর একটি ভিডিও শেয়ার করেছেন বীরু। ভিডিওতে অত্যন্ত দ্রুত ও একেবারে নিখুঁতভাবে টাইপ করতে দেখা গিয়েছে লক্ষ্মী দেবীকে। সহবাগ তাঁকে 'সুপারওম্যান' বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, 'দেশের তরুণদের এই মহিলার কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া দরকার। কাজের ক্ষেত্রে শুধু দ্রুততাই নয়, তাঁর আবেগই একটা শিক্ষা দিচ্ছে যে, কোনও কাজই ছোট নয় এবং শেখা ও কাজের ক্ষেত্রে বয়স কোনও বাধা নয়। প্রণাম!'



জানা গেছে, স্বামীর সঙ্গে মতবিরোধ হওয়ার পর লক্ষ্মী দেবী একটি ছাপাখানায় কাজ শুরু করেন। সেখানেই টাইপিং শেখেন তিনি। এরপর জেলা কালেক্টরেট অফিসের সামনে বসে টাইপিং করেন। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মেয়ের দুর্ঘটনার পর চিকিত্সার জন্য টাকা ধার নিয়েছিলেন তিনি। সেই টাকা শোধ করতেই তিনি টাইপিস্টের কাজ করেন।