'লাভ মি লাইক ইউ ডু'-র ছন্দে ধ্রুপদী নৃত্যে অনবদ্য তিন কন্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jun 2016 11:03 AM (IST)
নয়াদিল্লি: এলি গোল্ডিং-এর 'লাভ মি লাইক ইউ ডু' গানটি হয়তো অনেকেরই অচেনা। অসাধারণ গানটি এমনতিতেই হৃদয় ছুঁয়ে যায়। এই গানের সঙ্গে এবার অনবদ্য পারফর্ম্যান্স তিন কন্যার। পিয়াহ ডান্স কোম্পানির প্রয়াসে প্রিয়া বরুণেশ কুমার, প্রমিতা মুখোপাধ্যায়, সন্ধ্যা মুরলীধরণ এই গানের সঙ্গে ধ্রুপদী আঙ্গিকে ফুটিয়ে তুলেছেন নৃত্যশৈলী। এরকম একটি গানের সঙ্গে এধরনের পারফর্ম্যান্সে খুশি এলি গোল্ডিংও। দেখুন তিনকন্যার অনবদ্য নাচ...