লখনউ: প্রকাশ্য রাস্তায় দুই পুলিশকর্মীর মারামারির সাক্ষী থাকলেন নবাবের শহর লখনউয়ের বাসিন্দারা। মারামারির কারণ আর কিছুই নয়, তোলাবাজি করে আদায় হওয়া টাকার ভাগ-বাঁটোয়ারা। সেটা নিয়েই লড়াই এমন পর্যায়ে পৌঁছয় যে অন্য পুলিশকর্মীদের হস্তক্ষেপ করতে হয়। মারামারিতে জড়িয়ে পড়া দুই পুলিশকর্মীকেই সাসপেন্ড করা হয়েছে।   ঘটনাটি পাঁচ দিন আগের। পারা থানার কনস্টেবল বীরেন্দ্র যাদব এবং হোমগার্ড অনুজের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। তাঁরা একে অপরকে মাটিতে ফেলে মারতে শুরু করেন। এক প্রত্যক্ষদর্শী এই মারামারির ভিডিও তুলে সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। দেখুন