লখিমপুর খেরি (উত্তরপ্রদেশ): হিন্দিবলয়ে বিয়ের অনুষ্ঠানে উল্লাস পালনের জন্য বহুক্ষেত্রে গুলি চালানো হয়ে থাকে। তেমনই একটি গুলি চালনার বলি হতে হল বরকে। ঘটনাটি রবিবার ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে।

ঘটনায় প্রকাশ, নীমগাঁও থানার অন্তর্গত রামপুর গ্রামের বাসিন্দা রুবির বিয়ের আসর বসেছিল। তাঁর বিয়ে হচ্ছিল সীতাপুর মহকুমার মহোলি থানার অন্তর্গত হাজিপুর গ্রামের বাসিন্দা সুনীল বর্মার।

বিয়ের পর বিদায়ের আচার-অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন বর। চারদিকে তখন নাচ-গান চলছিল। সেই সময় আচমকা গুলি চলতে শুরু করে। উল্লাসে সকলে গুলি চালাচ্ছে বলে কেউ গা করেনি।

কিন্তু, আনন্দের মুহূর্ত বদলে যায় বিষাদে। একটি গুলি এসে সরাসরি লাগে বরের বুকে। তিনি সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

দেখুন সেই ভিডিও:

https://twitter.com/pankajjha_/status/990863183979130881