ভিডিওতে দেখুন, শোনপথ আইটিআই-এর মধ্যে সহপাঠীকে গুলি, পলাতক দুই অভিযুক্ত
Web Desk, ABP Ananda | 02 Sep 2017 04:51 PM (IST)
শোনপথ: হরিয়ানার শোনপথ আইটিআই-এ ক্লাসের মধ্যেই এক ছাত্রকে গুলি করার অভিযোগ উঠল দুই সহপাঠীর বিরুদ্ধে। জখম ছাত্রটিকে রোহতকের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই অভিযুক্তই পলাতক। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য ছাত্র এবং আইটিআই কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কয়েকদিন আগে সংশ্লিষ্ট ছাত্রদের মধ্যে বচসা হয়। তার জেরেই এই ঘটনা। শোনপথের ডেপুটি পুলিশ সুপার রাহুল দেব বলেছেন, ‘সিসিটিভ ফুটেজে দেখা গিয়েছে, ক্লাসের মধ্যে দুই ছাত্র পিছন থেকে এক ছাত্রের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর একজন ব্যাগ থেকে পিস্তল বার করে গুলি চালায়। জখম হওয়া ছাত্রটি বেঞ্চ থেকে পড়ে যেতেই দুই অভিযুক্ত পালিয়ে যায়।’ দেখুন সিসিটিভি ফুটেজ