পানাজি:  যুবরাজ সিংহ-হেজেল কিচ গত ৩০ নভেম্বর চণ্ডীগড়ে শিখ মতে বিয়ে সারার পর সাত পাকের বন্ধনে আবদ্ধ হতে গোয়ায় উড়ে আসেন বিয়ের আরও কিছু আচার-অনুষ্ঠান পালন করতে। সেখানেই যুরবাজের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরাট কোহলি এবং তাঁর লেডি লভ অনুষ্কা। সেখানে গিয়ে তাঁদের নাচতেও দেখা গেল অতিথিদের সঙ্গে। দেখুন সেই নাচের ভিডিও





ভিডিও সৌজন্যে ইন্সট্যান্ট বলিউড

অনুষ্ঠানে অতিথির তালিকায় ছিলেন মুকেশ অম্বানি-নীতা অম্বানি, ক্রিকেটার রোহিত শর্মা এবং ঋত্বিকা সাজদে, জাহির খান ও আশীষ নেহেরা। দিল্লিতে আগামী ৭ ডিসেম্বর হবে রিসেপশন। সেখানে রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।