নয়াদিল্লি:  গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন সেদিন মধ্য রাত থেকে বাতিল হয়ে যাবে বাজার চলতি ৫০০ ও হাজার টাকার নোট। তারপর বৃহস্পতিবার থেকে বাজারে আসে নতুন দুহাজার টাকার নোট। যদিও এখনও সকলের হাতে সেই নোট পৌঁছয়নি, তবু যে কয়েকজনের হাতে পৌঁছেছে, তাঁদেরই একজন সম্প্রতি একটি পরীক্ষা করেন। কী হাল হবে নতুন এই দুহাজার টাকার নোটের যদি এই টাকা জলে পড়ে যায় বা ভাঁজ হয়ে যায়।

তবে জলে পড়লে এই নোটের কী হাল হবে দেখুন এই ভিডিওতে ক্লিক করে