সানোসারা: প্রধানমন্ত্রীর সতর্ক দৃষ্টির জেরে প্রাণ বাঁচল এক চিত্র সাংবাদিকের।
গুজরাতের সানোসারার কাছে একটি বাঁধ থেকে জল ছাড়ার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। সেই ছবিই তুলছিলেন ওই চিত্র সাংবাদিক। কিন্তু তিনি খেয়াল করেননি জল ছেড়ে দেওয়া হয়েছে। মঞ্চ থেকে বিপদ বুঝতে পেরে প্রধানমন্ত্রী চিত্র সাংবাদিককে সতর্ক করেন। সেইসময় মঞ্চে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। ওই সাংবাদিককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন তাঁরা। সেই মতো সরানো হয় ওই সাংবাদিককে।
ওই চিত্র সাংবাদিককে সরানো গেলেও জলের তোড়ে ভেসে যায় তাঁর ক্যামেরা। মোদী সতর্ক না করলে তাঁরও ভেসে যাওয়ার সম্ভাবনা ছিল একশো শতাংশ।