নয়াদিল্লি: ভোটের প্রচারে বেরিয়ে গা-হাত-পায়ে ব্যথা ধরে গেল মন্ত্রীর। মন্ত্রীমশায়ের গা-হাত-পায়ের ব্যথা বলে কথা! দলের কর্মীরাই উত্তরপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী নন্দ গোপাল ‘নন্দী’র পা মাসাজ করে দিলেন। এলাহাবাদের এই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, মন্ত্রী মশায় বিশ্রাম নিচ্ছেন। তাঁকে ঘিরে দলীয় কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন। একজন পরম যত্নে মন্ত্রীর পা মাসাজ করে দিচ্ছেন।পরে আরও একজন হাত লাগান। পুরভোটে বিজেপির হয়ে প্রচারে এসেছিলেন উত্তরপ্রদেশের স্ট্যাম্প ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী নন্দী।
যোগী সরকারের এই মন্ত্রী গত এপ্রিলেও সংবাদের শিরোনামে এসেছিলেন। তাঁর একদল অনুগামী পুলিশের ভ্যানে উঠে পড়েন এবং জয় শ্রী রাম ধোনি দিতে দিতে শহর পরিক্রমা করেন। আর পুলিশের ভ্যানটি ছিল মন্ত্রী নন্দীর কনভয়ের সামনেই। জনসমক্ষে এভাবে পুলিশের গাড়িতে অনুগামীরা নির্লজ্জভাবে উঠে পড়ার পরও কোনও রকম বাধা দেওয়ার চেষ্টা করেননি মন্ত্রী।
মন্ত্রী তো ওই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেননি। এলাহাবাদ পুলিশও মুখে কুলুপ এঁটে থাকাই নিরাপদ বলে মনে করেছিল।