বারাণসী:  ৬৫ বছর বয়সি এক ফরাসি সমাজকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল নিরাপত্তাকর্মীকে। ঘটনাটি ঘটেছে বারাণসীতে। ওই ফরাসি মহিলা গত প্রায় একবছর ধরে বারাণসীতে একটি বাড়ি ভাড়া নিয়ে রয়েছেন।

অভিযুক্ত ওম প্রকাশকে গতকাল মির্জাপুরে তার ভাইয়ের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত, ধর্ষিতা মহিলা সুলতানকেশ্বরের যে এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন , সেখানেই কর্মরত ছিল অভিযুক্ত ওই নিরাপত্তাকর্মী।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে গোপনে এই মহিলার বাড়ি ঢোকে অবিযুক্ত নিরাপত্তাকর্মী। তারপর ফরাসি ওই মহিলা প্রতিবাদ করতে, তাকে চড়-থাপ্পড় মেরে, ঘরের মধ্যে আটকে চলে অত্যাচার। এই সময় মহিলার মোবাইলটিও তাঁর থেকে ছিনিয়ে নেওয়া হয়।

ওই ফরাসি মহিলা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। আপাতত তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে।