নয়াদিল্লি: সাহদারার বিবেক বিহার এলাকায় মহিলা খুনে গ্রেফতার এক রক্ষী। সুশীল নামে প্রায় ৪০ বছর বয়সি লোকটি উত্তরপ্রদেশের বিজনোরের বাসিন্দা। গত ৬ অক্টোবর বিবেক বিহারের একটি ফাঁকা বাড়িতে ৪২ বছর বয়সি ওই মহিলার দেহ উদ্ধার হয়। তাঁকে পার্শ্ববর্তী গাজিয়াবাদের বাসিন্দা বলে শনাক্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় সুশীল অপরাধ কবুল করে জানায়, সে ও তার এক বন্ধু মিলে ওই মহিলাকে খুন করেছে তিনি ওদের দুজনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করায়। ডিসিপি (সাহদারা) মেঘনা যাদব জানান, সুশীলের সহ অভিযুক্ত সঙ্গীর খোঁজে একটি টিম পাঠানো হয়েছে। সে ধরা পড়লে তাকে জেরা করে সুশীলের ভাষ্যের সঙ্গে তার বক্তব্য মিলিয়ে দেখা হবে, তাতে সঙ্গতি রয়েছে কিনা।
ওই ফাঁকা বাড়ির মালিক সেখানে থাকতেন না, ওয়াচম্যানই বাড়ির দেখভাল করত বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মালিকের অনুপস্থিতির সুযোগে ফাঁকা বাড়িতে অসামাজিক কার্যকলাপের আসর বসাত সুশীল।
শারীরিক সম্পর্কে 'নারাজ' মহিলাকে খুন রক্ষীর, পলাতক সঙ্গী
Web Desk, ABP Ananda
Updated at:
08 Oct 2018 06:15 PM (IST)
প্রসঙ্গত, তিনি নির্ভায়কাণ্ডের সঙ্গে যুক্ত সেই সময়ের অন্যতম অভিযুক্তের সঙ্গেও কথা বলেন। কথা বলেন ধর্ষণে অভিযুক্ত আরও অনেক ব্যক্তির সঙ্গে। মূলত এদের বেশিরভাগই অশিক্ষিত, অথবা স্কুল ড্রপআউট। তবে কেউ কেউ গ্র্যাজুয়েট। মূলত এই সমস্ত মানুষগুলো যে পরিবেশে বড় হয়েছে, সেখানে তাদের যে নজরে মহিলাদের দেখতে শেখানো হয়েছে, তাদের কাছে ধর্ষণ কোনও অপরাধই নয়। তারা মনে করে মেয়েদের সঙ্গে শারীরিক মিলনের জন্যে তাঁদের সম্মতি অপ্রয়োজন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -