নয়াদিল্লি: তীব্র খরায় একবিন্দু জলের জন্য যখন কাতর আম জনতা, তখন খরা কবলিত এলাকা সফরের নামে মন্ত্রী-সান্ত্রীদের জন্য জলের অপচয় চলছেই। এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদবের জন্য হেলিপ্যাড তৈরি করতে কয়েক হাজার লিটার জল নষ্ট হয়ে গেল।

খরা কবলিত বুন্দেলখণ্ডের ললিতপুরে অখিলেশের সফরের সময় এভাবে  অপচয় করা হল জলের।



অন্যদিকে, কর্নাটকের খরা কবলিত বাগেলকোট জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ধুলোতে যাতে মুখ্যমন্ত্রীর কোনও অসুবিধা না হয় সেজন্য সেখানকার রাস্তায় জল ছেটানো হয়। আম জনতা তখন একফোঁটা জলের জন্য হাহাকার করছেন, তখন মন্ত্রীদের জন্য এইভাবে জলের অপচয় নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। বাগেলকোটের খরা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন সিদ্দারামাইয়া। তাঁকে জলের অপচয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কালেক্টরের সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে তদন্ত করা হবে।

উল্লেখ্য, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্নাটক সহ দেশের ১০ টি রাজ্যের ২৫৪ টি জেলা খরার কবলে পড়েছে।

এর আগে মহারাষ্ট্রের রাজস্বমন্ত্রী একনাথ খাড়সের খরা কবলিত লাতুর সফরের সময় অস্থায়ী হেলিপ্যাড তৈরির জন্য জলের অপচয় নিয়ে প্রশ্ন উঠেছিল। এজন্য প্রায় ১০ হাজার লিটার জল নষ্ট করা হয় বলে অভিযোগ। যদিও এ ব্যাপারে খাড়সে জানান, ফিলট্রেশন প্ল্যান্টের বর্জ্য জল এক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল।ওই জলের স্বাভাবিক ব্যবহার করা যান না বলেও জানিয়েছিলেন মন্ত্রী।