পাথরবৃষ্টি, ভাঙচুর, গুলি, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস – উত্তর-পূর্ব দিল্লিতে গত কয়েকদিন ধরে কার্যত এই ছবিই ভেসে উঠছে। হিংসায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে আহতের সংখ্যা।
যা দেখে মর্মাহত যুবরাজ। ট্যুইট করেছেন, ‘দিল্লিতে যা হচ্ছে তা হৃদয় বিদারক। সকলের কাছে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার অনুরোধ করছি। আশা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা নেবে। দিনের শেষে আমরা সকলেই মানুষ। একে অপরকে ভালবাসতে আর শ্রদ্ধা করতে হবে আমাদের।’
সহবাগও ট্যুইটারে উদ্বেগ প্রকাশ করেছেন। লিখেছেন, ‘দিল্লিতে যা হচ্ছে তা খুবই দুর্ভাগ্যজনক। আপনাদের সকলের কাছে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করছি। যে কারও আঘাত বা ক্ষতি এই মহান দেশের রাজধানীর বুকে দাগ হয়ে থাকবে। প্রত্যেকের জন্য শান্তি ও শুভবুদ্ধি কামনা করছি।’
হরভজন সিংহও হিংসা বন্ধ করার আর্জি জানিয়েছেন। জাতীয় দলের প্রাক্তন তারকা অফস্পিনার ট্যুইট করেছেন, ‘নিজেরাই নিজেদের কেন মারছি? সকলকে অনুরোধ করব, একে অপরকে আঘাত করবেন না।’
দিল্লির হিংসা বন্ধের আর্জি জানিয়ে ট্যুইট করেছেন ভারতীয় দলের প্রাক্তন পেসার রুদ্রপ্রতাপ সিংহও।