বেআইনি স্পা নির্মাণ? প্রিয়ঙ্কা চোপড়াকে নোটিস বৃহন্মুম্বই পুরসভার
Web Desk, ABP Ananda | 04 Jul 2018 02:27 PM (IST)
মুম্বই: ওশিওয়ারা অঞ্চলে বেআইনিভাবে স্পা নির্মাণের অভিযোগে অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে নোটিস পাঠাল বৃহন্মুম্বই পুরসভা। এক আধিকারিক জানিয়েছেন, প্রিয়ঙ্কার মালিকানাধীন ‘ক্যারিশ্মা বিউটি স্পা অ্যান্ড স্যালোঁ’ নির্মাণের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সেই কারণেই নোটিস পাঠানো হয়েছে। যদি এই অভিনেত্রী উপযুক্ত জবাব দিতে না পারেন, তাহলে বৃহন্মুম্বই পুরসভা অবৈধ নির্মাণ ভেঙে দেবে। প্রিয়ঙ্কার মা মধু চোপড়ার মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা বৃহন্মুম্বই পুরসভার নোটিস পেয়েছি। আমরা আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করছি। ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’